Pic


           Palash Mistry

    Profesonal Web Designer




Web Disign কেন শিখবো? 

Web Design মানে হলো একটি Website দেখতে কেমন হবে তা নির্ধারণ করা। একজন Web Designer এর প্রধান কাজ একটা সম্পূর্ণ Website এর Template তৈরি করা, যেমন সেই Site টির Layout কেমন হবে, Menu Bar – Header এর কোন জায়গায় হবে, Side Bar হবে কি হবেনা, Image গুলো কিভাবে show করবে ইত্যাদি, ইত্যাদি। সহজ কথায় আপনার Web Site এর Information গুলো কিভাবে উপস্থাপন করা হবে, সেটা নির্ধারণ করাই একজন Web Designer এর কাজ।

Web Designing

Web Design Part এ কোন Application থাকেনা। যেমন Login System, File Upload করে Database এ save করা, Image Manipulation ইত্যাদি ইত্যাদি। কোন প্রকার Application ছাড়া Web Site তৈরী করাকে বলা হয় Static Site Design. আর যেসব Web Site এর কোন কিছু Add, Edit বা Delete করতে মূল Code এ যাওয়া ছাড়া পরিবর্তন করা সম্ভব, সেগুলো হলো Dynamic Web Site. যেমন Facebook একটি Dynamic Site. আমরা চাইলে Facebook এ আমাদের Profile, যেকোন Post, Friend যোকোন সময় Add, Edit এবং Delete করতে পারছি। মূলত এই Web Site টি Dynamic হওয়াতে আমাদের জন্য তা করা সম্ভব হচ্ছে।

একটা বিষয় মাথায় রাখতে হবে যে, Web Deisgn, Graphics Design বা Programming এই ধরনের পেশা আসলে একমাত্র তাদের জন্য যারা Creative কিছু করতে চান। আরেকটি কথা মনে রাখতে হবে যে, Web Design উচ্চ আয়ের পেশার মধ্যে অন্যতম হলেও যারা রাতারাতি কিভাবে আয় করবেন এই চিন্তা করেন তাদের জন্য Web Design নয়।


Web Design
 এবং Development কেন শিখব?

Internet based Freelancing Marketplace গুলোতে Web Designer দের অনেক চাহিদা। Online এ কাজের 
কোনো শেষ নেই। বরং Website Designer এর সংকট রয়েছে। আর তাই এ ক্ষেত্রে আমাদেরও কাজেরও সম্ভাবনা অনেক বেশি। এবং এধরনের কাজের দামও বেশি। একজন সাধারন মানের Freelancer এর ঘণ্টাপ্রতি কাজ করার Rate শুরু হয় ২ ডলার থেকে, কিন্তু একজন Web Designer এর ঘণ্টাপ্রতি Rate শুরুতেই ১০ বা ১২ ডলার হয়ে থাকে। অন্যভাবে বললে বতর্মানে Freelance Marketplace গুলোতে Creative Website Design করার জন্য প্রতিটি Site এ ২০০ ডলার থেকে দুই হাজার ডলার পর্যন্ত পাওয়া যায়।

No comments:

Post a Comment